শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আরাফাত রহমান কোকো‘র ১০তম মৃত্যু বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকার সময় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো‘র মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শেরপুর উপজেলার সভাপতি মোঃ আব্দুল মজিদ এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। এছাড়া প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা ।
আরাফাত রহমান কোকোর জীবনীর উপর আলোচনা শেষে দোয়া করা হয়েছে। উক্ত দোয়া পরিচালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু,উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক চপল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, পৌর মহিলা দলের সভানেত্রী শঅহনাজ পারভীন, পৌর শ্রমিক দলের আহবায়ক মুকুল, উপজেলা ও পৌর ছাত্রদলের সজিব, শাহাদত, জাকারিয়া হোসেন জাকির, হাবিবুর রহমান হাবিব, ফারহান লাবিব, সৈকত হাসান সহ পেষাজিবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।