• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল ৩নং খামারকান্দি ইউনিয়নে গরীব ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও হানাদারমুক্ত দিবস পালন শেরপুরে গোপালপুর যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক ও নাট্যা অনুষ্ঠান অনুষ্ঠিত আলু বীজ না পেয়ে কৃষকদেরমহাসড়ক অবরোধ বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া অটোভ্যান ও ব্যাটারি উদ্ধার। বগুড়ার শেরপুরে হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল ব্যাহত করলেই শাস্তি দীর্ঘ সতেরো বছর পর বিশাল কর্মী সমাবেশ করল শেরপুর উপজেলা বিএনপি শেরপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও হানাদারমুক্ত দিবস পালন

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী ও শেরপুর হানাদারমুক্ত দিবস পালিন করা হয়েছে। দিনটিকে ঘিরে শেরপুর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, শেরপুর প্রেসক্লাব দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন।
শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় বাসস্ট্যান্ড শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ¦ দবিবর রহমান, সিনিয়র নায়েবে আমির মাও: নাজমুল হক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,  সিনিয়র সাংবাদিক মুন্সি সাইফুল বারি ডাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বিএনপি নেতা শোহানুর রহমান লাভলু, যুবদল নেতা আরিফ, প্রভাষক রাজু আহম্মেদ, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সম্পাদক আব্দুল আলিম, শাহ জামাল কামাল, সদস্য শরিফুল ইসলা, আল-ইমরান, তোফায়েল আহম্মদ, তোফাজ্জল হোসেন, ওমর ফারুক, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক যোবায়ের হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বগুড়ার শেরপুর উপজেলা হানাদার মুক্ত হয়। সশস্ত্র মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে এই উপজেলা থেকে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিতাড়িত করে এই উপজেলাকে হানাদার মুক্ত করা হয়।
১৫ ডিসেম্বর পার্ক মাঠে আমান উল্লাহ খানের নেতৃত্বে (বর্তমানে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ) প্রাঙ্গণে স্বাধীনতার বিজয় পতাক উত্তোলন করা হয়। এদিকে দিনটি ঘিরে এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নানা কর্মসূচি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category