শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হিরোইন সহ খাইরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার নিকট থেকে তিন পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
শেরপুর থানা পুলিশের প্রেসরিলিজ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ফুলতলা কাজী অফিসের সামনে থেকে ধুনট থানার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৩৬) কে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে তিন পুরিয়া যার ওজন ০৩.৩০ (শূণ্য তিন দশমিক তিন শূন্য) গ্রাম হিরোইন, পরিমাপের ডিজিটাল যন্ত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিরোইন সহ আটকের পর মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।