• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল ৩নং খামারকান্দি ইউনিয়নে গরীব ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও হানাদারমুক্ত দিবস পালন শেরপুরে গোপালপুর যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক ও নাট্যা অনুষ্ঠান অনুষ্ঠিত আলু বীজ না পেয়ে কৃষকদেরমহাসড়ক অবরোধ বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া অটোভ্যান ও ব্যাটারি উদ্ধার। বগুড়ার শেরপুরে হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল ব্যাহত করলেই শাস্তি দীর্ঘ সতেরো বছর পর বিশাল কর্মী সমাবেশ করল শেরপুর উপজেলা বিএনপি শেরপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

দীর্ঘ সতেরো বছর পর বিশাল কর্মী সমাবেশ করল শেরপুর উপজেলা বিএনপি

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

শেরপুর বগুড়া সংবাদতা

দীর্ঘ সতের বছর পর বগুড়ার শেরপুরে কোনো প্রকার বাঁধা ছাড়াই বিশাল শোডাউন দিল বিএনপির নেতাকর্মীরা। দলের শক্তির জানান দিতে আয়োজন করা হয় বিশাল কর্মী সমাবেশের। মঙ্গলবার (২৯অক্টোবর) বিকেলে শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসা মাঠে ওই সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামে। ফলে কর্মী সমাবেশটি মূলত জনসভায় পরিনত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-ধুনট আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেকর এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমআর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার, সহিদুন্নবী সালাম, সাইফুল ইসলাম হেলাল, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা কৃষকদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, তাঁতীদলের সভাপতি সারোয়ার হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা কেএম মাহবুবার রহমান হারেজ, আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, জিএম মোস্তফা কামাল, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, বিএনপি নেতা জাহেদুর রহমান টুলু, তৌহিদুজ্জামান পলাশ, মোস্তাফিজুর রহমান নিলু, যুবদল আশফদ্দৌলা মামুন, শাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ কাওছার কলিন্স প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই সমাবেশের নির্ধারিত মাদ্রাসা মাঠে নেতাকর্মিরা আসতে শুরু করেন। উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এসময় শেরপুর শহর মিছিলের শহরে পরিনত হয়। বেলা বাড়ার সাথে সাথে মিছিলের ¯্রােত বাড়তে থাকে। একপর্যায়ে শেরপুর আলিয়া মাদরাসা ময়দান নেতাকর্মিদের পদভারে মুখরিত হয়ে ওঠে। আছর নামাজের আগেই পুরো মাদরাসা ময়দান কানায় কানায় পূর্ন হয়ে যায়। মাঠে লোক সমাগম না হওয়ায় অনেকেই রাস্তায় দাঁড়িয়ে বিএনপি নেতাদের বক্তব্য শুনেছেন। দলীয় নেতাকর্মির পাশাপাশি অসংখ্য সাধারন মানুষকে কর্মী সমাবেশে অংশ নিতে দেখা গেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এবারের নির্বাচন হবে খুবই চ্যালেঞ্জিং। সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ নেই। আগামি দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category