শেরপুর প্রতিনিধি বগুড়া।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগান, পরিবেশ বাঁচান।এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ কর্তৃক এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং সকাল ১১ ঘটিকায় বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন ৩ নং খামারকান্দি ইউনিয়ন এর শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই শতাধিক ফলজ বৃক্ষ বিতরণ করা হয় ।
ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার বগুড়া জেলার সাধারণ সম্পাদক মোঃ লতিফুর রহমান লতিফ, প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা লায়ন খাইরুল আলম লাকিন,
উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন শুভগাছা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা কে এম আব্দুর রউফ প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল কাদের, বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কমিটির অন্যতম সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন , অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছোনকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা ইমাম হোসাইন। প্রধান আলোচক মাওলানা হায়দার আলী বলেন, উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি ব্যবহার করিয়া কার্বন-ডাই-অক্সাইড ও পানি সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং অক্সিজেন ত্যাগ করে যে অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে আছি এবং আমাদের বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বর্জন করায় সেটা গাছ গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে সুতরাং এই বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে সকল শিক্ষার্থী /শিক্ষক মন্ডলীদের মাঝে গাছ বিতরণ করা হয় এবং উক্ত মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়।