শেরপুর বগুড়া
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আব্দুল মজিদ তার চিকিৎসা করার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্লবার সন্ধায় আব্দুল মজিদ কে তার নিজ বাসভবনে দেখতে যান বগুড়া -৫ শেরপুর ধুনুটের গন মানুষের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ জানে আলম খোকার পুত্র সামস্ আরাফাত শিশির ,এসময় তিনি আবদুল মজিদ এর শারীরিক খোজ খবর ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন , আরো উপস্থিত ছিলেন সোহান আজাদ, তুষার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোজাহিদ পার্ভেজ, দূর্জয়, প্রত্যয় বৃন্দ সহ আরও অনেকে।